কৃষিকাজে সলপ ইউনিয়ন অনেকটা উন্নত । এখানে অনেক রকম ফসল উপৎন্ন হয় । ধান,পাট,ডাল,সবজি,ও আরো অনেক ফসল এই ইউনিয়নে উৎপন্ন হয়।
এছারা এখানে অনেকে এই ফসল উৎপন্ন করে জীবিকা নির্বাহ করে থাকে । এজন্য ব্যবসায়িক ভাবে এসব ফসল অনান্য স্থানে সর্বারহ করা হয়।কাজেই শষ্যে আমাদের সলপ ইউনিয়ন জাতীয় ভাবে দেশের জন্য উন্নয়ন তরান্নীত করে থাকে। আমরা সবাই গর্বিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস