সলপ ইউনিয়নের একটি বড় ঐতিহ্য সলপ কলেজ । এটি প্রতিষ্ঠা করেন অত্র এলাকার সন্মানী ব্যক্তি জনাব ইফতেখার মবিন পান্না। এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষার মান অনেক অংশে উন্নতি হয়েছে।রাজনীতি ও ধুমপান মুক্ত ক্যাম্পাস ,যুগোপযোগী শিক্ষা পদ্ধতী আধুনিক ভৌত কাঠামো কঠোর নিয়ম সৃঙ্খল সন্তোষ জনক ফলাফল আর তারুন্যদীপ্ত শিক্ষকমন্ডলী প্রভৃতি বৈশিষ্ঠ্য কলেজটিকে এলাকায় বিশেষ পরিচিতি এনে দিয়েছে। প্রত্যেক বছর এ কলেজের অনেক ছাত্র-ছাত্রী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ সমূহে উচ্চতর শিক্ষার সুযোগ লাভ করে কলেজের সুনাম বয়ে আনছে। প্রতিষ্ঠার পরথেকেই দক্ষ গভনিং বডি দ্বারা নবকাম সলপ কলেজটি পরিচালিত হয়ে আসছে।কলেজ প্রতিষ্ঠাতা সব সময়ই তার মূল্যবান উপদেশ গ্রহন করে কলেজের বিবিধ সমস্যার সমাধান করে কলেজটিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস